বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা, পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমুহনীস্থ বিএনপির দলীয় কার্যালয় হতে একটি র‍্যালি বের হয়, র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবুপৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী প্রমুখ। 

বক্তারা ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। তাই প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে