বিএনপিতে কোন গ্রুপিং থাকতে পারেনা- বাঘাইছড়িতে এডভোকেট দীপেন দেওয়ান

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সাথে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা মহিলা নেত্রী ও সাবেক বিএনপির প্রার্থী মৈত্রী দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু সহ রাঙ্গামাটি জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ানের বিজয় নিশ্চিত করার লক্ষে বিএনপির সকল স্তরের নেতা, কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আপনারা সকলেই রাজনীতিতে অভিজ্ঞ আপনাদের জ্ঞান দেয়ার মত কিছু নেই আমি আপনাদের সাথে আগেও কাজ করেছি। আমি শুধু কথা দিতে চাই আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হয়ে ম্যডাম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২৯৯ নং আসনটি উপহার দিতে পারি তাহলে তৃণমুল পর্যায়ে উন্নয়নের কোন ঘাটতি হবে না, তিনি আরো বলেন আমি বিশ্বাস করি বিএনপিতে কোন গ্রুপিং থাকতে পারেনা আছে নেতৃত্বের প্রতিযোগিতা,  তিনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান এবং তারেক রহমান প্রদত্ত ৩১ দফা জনসাধারণের কাছে পৌছে দেয়ার আহবান জানান।

এর আগে তিনি তার সফরসঙ্গীরা বটতলী দরবার শরীফে বড় হুজুরের মাজার জিয়ারত ও ছাত্রদল নেতা মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন।