সেনাবাহিনীর তৎপরতায় সাজেকে ছয় দিন পর মোবাইল নেটওয়ার্ক সচল প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫ রাঙামাটির বাঘাইছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে দুষ্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ছয় দিন ধরে বিচ্ছিন্ন থাকা মোবাইল নেটওয়ার্ক অবশেষে পুনরায় সচল হয়েছে। বাঘাইহাট জোনের দ্রুত, সমন্বিত ও দৃঢ় পদক্ষেপে নেটওয়ার্ক ফিরিয়ে আনার পর পুরো এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয় জনগণ, পর্যটক ও ব্যবসায়ীরা। গত ১০ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় দুষ্কৃতিকারীরা চাঁদাবাজির উদ্দেশ্যে ফাইবার অপটিক কেবল কেটে দেয়। মুহূর্তেই বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া, করেঙ্গাতলীসহ সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। নেটওয়ার্ক না থাকায় স্থানীয়দের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়; ব্যবসায়ীরা লেনদেন, বুকিং ও অনলাইন পেমেন্টে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে বাইরে যোগাযোগ করতে না পেরে মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েন। অবস্থানরত হাজারো পর্যটক নিজের নিরাপত্তা ও অবস্থার খবর পরিবারকে জানাতেও ব্যর্থ হন, ফলে উদ্বেগ বাড়তে থাকে। এরপর ১৬ নভেম্বর ২০২৫ দুপুর ৩টা ৫০ মিনিটে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর স্কট টিম শুকনোছড়া এলাকায় প্রবেশ করে। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে দলটি দ্রুত ক্ষতিগ্রস্ত কেবল শনাক্ত করে মেরামত কাজ শুরু করে এবং সফলভাবে নেটওয়ার্ক পুনঃস্থাপন করে। নেটওয়ার্ক সচল হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সাজেকে আনন্দ ও স্বস্তির পরিবেশ ফিরে আসে। পর্যটক ও স্থানীয়রা সেনাবাহিনীর এ ত্বরিত উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পাহাড়ি জনপদে নিরাপত্তা ও যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের দ্রুত সাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজেক ভ্যালির নিরাপত্তা ও পর্যটন সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সেনাবাহিনীর এ উদ্যোগকে ইতিবাচক ভূমিকা হিসেবে দেখছেন স্থানীয়রা। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: