কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পশ্চিম মুসলিম ব্লক সূর্য সন্তান নেটওয়ার্ক গ্রুপ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লক এলাকা হতে এসএসসি পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ ও সাফল্য অর্জন কারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পশ্চিম মুসলিম ব্লক সূর্য সন্তান নেটওয়ার্ক গ্রুপ।

বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে, সূর্য সন্তান নেটওয়ার্ক গ্রুপ এর আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মুসলিম ব্লক এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী মোঃ নুর আলম, তরুণ সমাজসেবক মোঃ ওমর ফারুক, মোঃ সুলতান আহমেদ, নুর মোহাম্মদ সহ সূর্য সন্তান ও নেটওয়ার্ক গ্রুপ এর সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তরুণ সমাজসেবক ওমর ফারুক ঘোষণা করেন, সামনে ২০২৬ সালে এসএসসি পরিক্ষাতে A+ অর্জনকারী শিক্ষার্থীদের তার ব্যক্তিগত পক্ষ থেকে বাই সাইকেল উপহার দেওয়া হবে।

পরে সাফল্য অর্জন করা শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়,
পরে তাদের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করা হয়।