ছাত্রনেতা নাহিদুল আলমের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদস্য ছাত্রনেতা নাহিদুল আলমের জন্মদিন উপলক্ষে বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহাদাত মোল্লার উদ্যোগে এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন, ১ নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাউল হকসহ ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ছাত্রনেতা নাহিদুল আলমের দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেন এবং তার জন্মদিনকে মানবসেবামূলক কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করে তোলায় প্রশংসা জানান।

এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শেষে মধ্যম পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।