নানান আয়োজনে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৩ ঘটিকায় পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার সুপার ও চৌমুহনী সদর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাঘাইছড়ি পৌর প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন (বাবু)।

পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার পাশাপাশি নারী শিক্ষার প্রসারে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই মাদ্রাসার ধারাবাহিকতা সাফল্যের সাথে অব্যাহত রাখতে সকলে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।