প্রতি বছরের ন্যায় বাঘাইছড়িতে হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপিত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

হিজরী নববর্ষ ১৪৪৭ উদযাপন উপলক্ষে পবিত্র আহলে বাইতে রাসুল (স) স্মরণে বাঘাইছড়িতে ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

বুধবার (২ জুলাই) বাদ মাগরিব হতে চৌমুহনী মুক্ত মঞ্চে বাঘাইছড়ি উপজেলা হিজরি নববর্ষ উদযাপন পরিষদ এর আয়োজনে ও হিজরী নববর্ষ ১৪৪৭ উদযাপন উপলক্ষে এক ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় বাঘাইছড়ি উপজেলা আহলে সুন্নত ওয়াল জামা’আত এর সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপন পরিষদের আহ্বায়ক শাহাজাদা সৈয়দ মোঃ আব্দুল বারী, সংবর্ধিত অতিথি কাউছার উদ্দিন নুরী,
হিজরি নববর্ষ ১৪৪৭ প্রস্তুতি কমিটি আহবায়ক রাইসুল ইসলাম রাকিব, সমন্বয়ক আব্দুল জলিল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যায় নাতে মুস্তফা পরিবেশন করেন চট্টগ্রাম হতে আগত শায়ের মুহাম্মদ নঈম রেযা কাদেরী, শায়ের মুহাম্মদ নুরুল্লাহ মাহির, শায়ের মুহাম্মদ হাসান কাদেরী, রাঙ্গামাটি হতে আগত শায়ের মুহাম্মদ সাকিব রেযা কাদেরী ও স্থানীয় ইসলামীক শিল্পীরা।