বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪১.৭০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বিশেষ অভিযানে ৪১.৭০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। উদ্ধারকৃত কাঠের সিজার মূল্য প্রায় ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন কমান্ডারের দিকনির্দেশনায় নায়েব সুবেদার (সিগন্যাল) মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল তুলাবন দার্জিলিংপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ কাঠ ফেলে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় সেগুন কাঠগুলো জব্দ করে।

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এসব আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে।