মারিশ্যা জোনে সীপকসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা (২৭ বিজিবি)’র উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ২০২৬) মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া ও বাঘাইছড়ি মুখ এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপ-শাখা সীপকস, মারিশ্যার সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম ৫০টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় ফারজানা ইসলাম বলেন, তীব্র শীতের মধ্যে যেন সাধারণ মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ-শাখা সীপকস-এর কোষাধ্যক্ষ জারিন তাসনিম মিম, সদস্য হৈমন্তী দত্ত ও মোছাঃ নাসরিন, সমন্বয়কারী অফিসার মেজর এম শাহিনুর রহমানসহ অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।