মুসলিম ব্লকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী(দঃ) উদযাপিত প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫ বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা মডেল মসজিদে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে বাদ মাগরিব থেকে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওঃ মুফতী সোলাইমান খাঁন এর পরিচালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফয়জুল আমিন কুতুবী। এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইউনুস, মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ জালাল সহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-নাত সহ নানা ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি বায়তুশ শরফ জাব্বারিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কোয়ার্টার বায়তুল নূর জামে মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা আব্দুল মালেক ও সহকারী বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম ব্লক ইমাম ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম দেওয়ানী ও চারকিলো জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলী। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, ইসলামী সংস্কৃতি শুধু গান-কবিতা নয়; বরং এটি হলো জীবনযাপনের একটি সুন্দর রূপ। এখানে রয়েছে আল্লাহর স্মরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ, মানবতার প্রতি ভালোবাসা, ন্যায়পরায়ণতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা। আজকের প্রজন্মকে যদি আমরা সত্যিকারের সফল দেখতে চাই, তবে তাদেরকে ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে। পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির অনুকরণে নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক সংস্কৃতির আলোয় তারা হতে পারে দুনিয়া ও আখিরাতে সফল। অনুষ্ঠানে বক্তারা আগামীতে আরো সুন্দর ও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভার শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং বাদ মাগরিব হতে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টারের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী৷ তিনি মহানবী হযরত মুহাম্মদ (দঃ)’র এর জীবনাদর্শ তুলে ধরে মুসলিম সমাজকে সেই আদর্শে জীবন গঠনের আহ্বান জানান। পরিশেষে বাদ এশা নামাজের পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। SHARES ইসলাম বিষয়: