রূপকারী ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৪নং রূপকারী ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে রূপকারী ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী।

সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নূর, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার। রূপকারী ইউনিয়ন মহিলা দলের সভাপতি জহুরা আক্তার সভাপতিত্ব করেন৷

বক্তরা বলেন, বর্তমান সময়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে মহিলা দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মহিলা দলের নেতৃবৃন্দরা অংশ নেন এবং সম্মেলনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জহুরা বেগম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুলেছা বেগম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম।