সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ৫৪ বিজিবি

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার দুর্গম পাহাড়ে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সংশ্লিষ্ট বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে শিয়ালদহ পাড়া ও জামপাড়াসহ মোট ৬০টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, “প্রচণ্ড শীতে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে শিয়ালদহ ও জামপাড়ার কারবারিসহ স্থানীয় বাসিন্দারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।