সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৬ নং সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে মোট একশত শীতবস্ত্র বিতরণ করা হয়। বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বাঘাইহাট জোনের জোন কমান্ডারের তত্ত্বাবধানে উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি (১৪ ই বেঙ্গল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। কর্মসূচির আওতায় ৬ নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় একশত স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, ০৪, ০৫ ও ০৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ শীতকালে চরম দুর্ভোগে পড়েন। সেই কষ্ট লাঘবের লক্ষ্যেই সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ। এর আগেও বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন তীব্র শীতে কষ্ট না পায়, সে জন্য মানবিক সহায়তার মাধ্যমে সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: