২৭ বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের কচুছড়ি নামক এলাকায় বৃষকেতু চাকমার বাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নেতৃত্বে সহকারী পরিচালকসহ একটি বি-টাইপ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২ লাখ ৮৫ হাজার ৫২০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন— “মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”