শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে শুরু হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দিক সরকার রাজন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শান্তি বিকাশ চাকমা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দিনের শুরুতে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসিপ্লিন প্রদর্শনী উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে তোলে। মাঠজুড়ে করতালির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠানস্থল। প্রধান অতিথি হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন— “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। পাঠ্যপুস্তকের পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমেই তারা সুনাগরিক হয়ে উঠতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করবে বলে আমি আশা করি।” বিশেষ অতিথিরা বলেন, খেলাধুলা শুধু আনন্দই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও সময় ব্যবস্থাপনা শেখায়। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম অপরিহার্য। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অংজিং মারমা প্রতিযোগিতার সার্বিক কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন—“খেলা হবে বন্ধুত্বপূর্ণ আচরণে, প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।” অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যুব রেড ক্রিসেন্ট বাঘাইছড়ি উপজেলা টিমের প্রশিক্ষিত ভলেন্টিয়াররা এবং মেডিকেল সহায়তা প্রদান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ টিম। দিনব্যাপী নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা, আর সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। SHARES খেলাধুলা বিষয়: