বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জামায়াতের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবছার হোসেন এবং পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মশিউর রহমান, উপজেলা প্রচার সেক্রেটারি ডাঃ সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ অব্দুল কাইয়ুম ও পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ। সমাবেশে বক্তারা ৫ দফা গণদাবী তুলে ধরে বলেন জুলাই সনদ নিয়ে কোন তালবাহানা করা যাবেনা, জুলাই সনদ মুখে বললে হবে না দালিলিক প্রমাণ আকারে রাখতে হবে। পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান একই সাথে আগামী নির্বাচের পূর্বেই আওয়ামী সরকারের দ্বারা যত গুম খুন নির্যাতন হয়েছে তার পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বর্তমান সরকারকে। এছাড়াও বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে পছন্দ করে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের জন্য জনগনকে আহবান জানান। SHARES রাজনীতি বিষয়: