মারিশ্যা বড় হুজুর কেবলা’র ২৫তম ওফাত বার্ষিক ওরছ মোবারক সম্পন্ন

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

পার্বত্য চট্টগ্রামে সুফিবাদী ইসলামি শিক্ষা-সংস্কৃতি বিস্তারের পথিকৃৎ, উপমহাদেশের আধ্যাত্মিক সূফী সাধক, যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী শায়খ সৈয়দ মাওলানা নুর মোহাম্মদ (রহ.) প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলার ২৫তম ওফাত বার্ষিক ওরছ মোবারক সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই রবিউস সানী ১৪৪৬ হিজরী তারিখে বটতলী দরবার শরীফের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে বাদ ফজর খতমে কুরআন, বাদ যোহর খতমে গাউছিয়া আলিয়া, বাদ আসর নাতে রাসূল (দ.), বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং বাদ এশা দোয়া-মুনাজাত ও তাবরূক বিতরণ অনুষ্ঠিত হয়।

নুরানী মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর শাহ । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এতে চট্টগ্রাম ও স্থানীয় আলেম-ওলামারা কুরআন-সুন্নাহভিত্তিক বয়ান প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা ফোরকান আশরাফী, ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম, হজ্জ মিশন পরিচালক হাফেজ ইকবাল রুমি, উগলছড়ি জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম আত্তারী প্রমুখ।

বক্তারা বলেন, বড় হুজুর (রহ.) পাহাড়ি অঞ্চলে শিক্ষা বিস্তার ও শান্তি-সম্প্রীতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া শিশু সদন ও মাদ্রাসা, বটতলী বায়তুল আমান জামে মসজিদ ও বটতলী দরবার শরীফ প্রতিষ্ঠাসহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দ্বীন, মাযহাব ও মুসলিম উম্মাহর সেবায় অগ্রণী ভূমিকা রাখেন।

দিনব্যাপী এ আয়োজনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। পরিশেষে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।