২৭ বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। সোমবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মারিশ্যা জোনের জোন কমান্ডারের সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রিভারঘাট পোষ্টের একটি টহলদল মারিশ্যা কাঠ লোডিং এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় রাখা অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৬,৯০০ টাকা

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

বিজিবির এই অভিযান এলাকায় চোরাচালান ও কাঠ পাচার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

(প্রেস বিজ্ঞপ্তি)